ফেলনা প্লাস্টিক দিয়ে তৈরি হচ্ছে বসতবাড়ি

|

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ইটের বদলে দেয়াল তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে সারি সারি প্লাস্টিকের বোতল। স্থানীয় একটি এনজিওর সহায়তায় নির্মিত হচ্ছে এমন বাড়ি।

মূলত প্লাস্টিকের বোতলে বালু ভরে তৈরি করা হয় পরিবেশবান্ধব ইট। পরে এগুলো সিমেন্টের মাধ্যমে গাথা হয়। যা দিয়ে সহজেই ৪২ বর্গমিটারের একটি বাড়ি তৈরি করা সম্ভব।

শ্যারন সিবান্দা নামে দক্ষিণ আফ্রিকার এক স্বেচ্ছাসেবী জানান, আমি এখানে দুই বছর ধরে কাজ করছি। এটি আমার কাছে দূষণমুক্ত পরিবেশের জন্য দারুণ উদ্যোগ বলে মনে হয়েছে। বোতল দিয়ে তৈরি এসব বাড়ি সাধারণ ইটের মতোই মজবুত।

খেনসানি কালেকশন নামের একটি সংস্থার পরিচালক দিয়ানা মুসারার উদ্যোগে চলছে নির্মাণকাজ। তার দাবি, শুধু সাশ্রয়ই নয়, এটি পরিবেশবান্ধবও।

তিনি বলেন, কয়েকটি ঘর তৈরির জন্য আমরা সাড়ে ৩ টন প্লাস্টিক সংগ্রহ করেছি। এসব প্লাস্টিক পরিবেশ দূষণের অন্যতম কারণ। আশা করছি এর জনপ্রিয়তা বাড়লে কমে আসবে প্লাস্টিক বর্জ্য।

পরিবেশ থেকে ক্ষতিকর প্লাস্টিক দূষণ কমাতে দ্রুতই অন্যান্য দেশেও পরিবেশবান্ধব এই পদ্ধতি জনপ্রিয় হবে বলে মনে করছেন উদ্যোক্তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply