ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় ১০৪ কেজি ভারতীয় গাঁজা ও একটি ট্রাকসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
সোমবার (১ নভেম্বর) ভোর রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাটিহাতা বাসস্ট্যান্ডে সোহাগ কাউন্টারের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ঢাকা-সিলেট মহাসড়কে বিশেষ এ অভিযান পরিচালনা করে। এসময় ঢাকাগামী মাঝারি আকারের একটি ট্রাক তল্লাশি করে ১০৪ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন মো. মোয়াজ্জেম (২৪) মো. জাহিদুল হাসান(২০) ও গাড়িচালক মো. আ. রহমান (৩৩)। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারি পরিচালক মু: মিজানুর রহমান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমি নিজে সরাসরি এই অভিযান পরিচালন করি। এসময় ১০৪ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ তিনজনকে গ্রেফতার করি।
Leave a reply