ছয় বারের ব্যালন ডি’অঁর জয়ী ৩৪ বছর বয়সী মেসি হাঁটুর ব্যথা ও হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত। এতে চ্যাম্পিয়ন্স লিগে আজ আরবি লিপজিগের বিপক্ষে খেলতে পারছেন না আর্জেন্টাইন সুপারস্টার। বিষয়টি নিশ্চিত করছে তার ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
এক বিজ্ঞপ্তিতে পিএসজি জানায়, আঘাতের কারণে মেসির হাঁটুতে ব্যথা রয়েছে। চার বারের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ী এই তারকার বাঁ পায়েও হ্যামস্ট্রিংএর ইনজুরি রয়ে গেছে।
গত শুক্রবার লিগ ওয়ানের ম্যাচে লিলির বিপক্ষে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন তিনি। ২-১ গোলে জয় পাওয়া ম্যাচের প্রথমার্ধ শেষ করেই সাজঘরে ফিরে যান সাবেক বার্সা তারকা। তবে পিএসজির কোচ মরিসিও পচেত্তিনো বলেছিলেন, লিপজিগের বিপক্ষে ম্যাচে মেসি সুস্থ হবেন বলে আশা করছেন তিনি।
চ্যাম্পিয়ন্স লিগের আজকের ম্যাচ ছাড়াও আগামী শনিবার লিগ ওয়ানে ধুকতে থাকা বোর্দোর বিপক্ষেও মেসি অংশগ্রহণ নিয়ে শঙ্কা রয়েছে। এরপর আন্তর্জাতিক বিরতিতে চলে যাবেন তিনি। বিশ্বকাপের বাছাই পর্বে উরুগুয়ে ও ব্রাজিলের মোকাবেলা করবে মেসির দল আর্জেন্টিনা।
উল্লেখ্য, বুধবারের ম্যাচ নিয়ে এ পর্যন্ত চলতি মৌসুমে ইনজুরির কারণে তিনটি ম্যাচে অংশগ্রহণ করতে ব্যর্থ হলেন মেসি।
Leave a reply