যুক্তরাষ্ট্রের কালো তালিকায় ইসরায়েলি সংস্থা

|

ছবি: সংগৃহীত

ইসরায়েলের সাইবার গোয়েন্দা ও নিরাপত্তা প্রযুক্তি বিষয়ক সংস্থা NSO’কে কালো তালিকাভুক্ত করলো যুক্তরাষ্ট্র। প্রতিষ্ঠানটির তৈরি স্পাইওয়্যার পেগাসাসের মাধ্যমে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোনে নজরদারি চালানোয় এই সিদ্ধান্ত নেয় মার্কিন কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ এক বিবৃতিতে জানায়, স্পাইওয়্যারের কারণে বহির্বিশ্বের বিভিন্ন সরকার তাদের দেশের মধ্যে দমন-পীড়ন পরিচালনা করতে সক্ষম হয়েছে। এমনকি সাংবাদিক ও আন্দোলনকর্মীসহ বিরোধী পক্ষের ওপর নজর রাখতো সরকার।

সংস্থাটিকে কালো তালিকাভুক্ত করা হলেও ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্রের অন্যান্য চুক্তিতে কোনো প্রভাব পড়বে না বলেও জানানো হয়।

২০১৪ সালে পেগাসাসের প্রথম ব্যবহার করা হয়েছিল। এক আরব মানবাধিকার কর্মীর আইফোন হ্যাক করার সময় এই সফটওয়ার ব্যবহার করা হয়েছিল। এরই জেরে আইফোন প্রস্ততকারক সংস্থা অ্যাপল ঘটনার কয়েক দিন পর তাদের অপারেটিং সিস্টেম আপডেট প্রকাশ করেছিল।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply