আগ্নেয়াস্ত্র ঘটিত মর্মান্তিক সব ঘটনা যুক্তরাষ্ট্রে ঘটেই চলেছে। এবার ভিডিওগেম খেলা নিয়ে বির্তকের জেরে ৯ বছর বয়সী ভাই মাথার পেছনে গুলি করে ১৩ বছর বষয়ী বোনকে হত্যা করেছে।
দেশটির টেনেসি রাজ্যের মনরো কাউন্টিতে এই ঘটনা ঘটেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়।
মনরো কাউন্টির শেরিফ সেসিল ক্যানট্রেল বলেন, “ডিজোনে হোয়াইট ভিডিও গেম খেলার কন্ট্রোলারটি না পেয়ে বোনের মাথায় পেছনে গুলি করে। এ ঘটনা ঘটার সময় তাদের মা আরেকটি কক্ষে অপর সন্তানদের খাওয়াচ্ছিলেন। তাকে দ্রুত মেমফিস হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।”
তিনি আরও বলেন, “ডিজোনের বয়স মাত্র ৯ বছর। আমার ধারণা এটা সে ভিডিও গেম অথবা টিভিতে দেখেছে। তবে আমি জানি না, সে জানত কিনা এ ধরনের ঘটনার পরিণতি কী হতে পারে। আমরা এর উত্তর দিতে পারবো না। আমি জানি এটি একটি ট্র্যাজেডি।”
কীভাবে আগ্নেয়াস্ত্র তার হাতে আসলো এ বিষয়ে এখনও সত্য উদঘাটন করতে পারেনি তদন্তকারী দল। তবে তদন্ত এখনও চলছে বলে জানিয়েছেন শেরিফ সেসিল।
যমুনা অনলাইন: এফএইচ
Leave a reply