ব্রাহ্মণবাড়িয়ায় হাল চাষ নিয়ে সংঘর্ষে যুবক নিহত

|

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমিতে হাল চাষকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে রুবেল মিয়া (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের চিত্না গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতদের মধ্যে রুবেলের বাবা নাসির মিয়া (৫৫) ও মা রোকেয়া বেগম (৪৫) এবং তার ছোট ভাইয়ের স্ত্রী আহেদা আক্তারকে (২২) জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে একটি ধানি জমি নিয়ে চিত্না গ্রামের মজু মিয়ার সাথে একই গ্রামের বাসিন্দা নাসির মিয়ার বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার ঝগড়া-শালিসও হয়েছে।

সোমবার সকালে নাসিরের ছেলে রুবেল বিরোধপূর্ণ ওই জমিতে হাল চাষ করতে গেলে মজু মিয়ার লোকজন তার উপর হামলা চালায়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

রুবেলকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply