কৃষি খাতে কর্মসংস্থান কমেছে, বেড়েছে সেবা খাতে

|

কৃষি খাতে নতুন কর্মসংস্থান আগের বছরের চেয়ে কমেছে, বেড়েছে সেবা খাতে। এক বছরের ব্যবধানে শিল্প খাতে নতুন কর্মসংস্থান বেড়েছে মাত্র দুই লাখ। সার্বিকভাবে ২০১৬-১৭ অর্থবছরে দেশে ১৪ লাখ নতুন কর্মসংস্থান হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করা হবে।

প্রতিবেদনে দেখা যায়, ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত দেশে ২ কোটি ৬২ লাখ মানুষ কৃষি খাতে নিয়োজিত থাকলেও এর পর থেকে তা ধারাবাহিকভাবে কমতে থাকে। ২০১৫-১৬ অর্থবছরে এই সংখ্যা ছিল ২ কোটি ৫৮ লাখ। গেলো অর্থবছরে এই সংখ্যা ২ কোটি ৪৭ লাখে নেমে এসেছে।

বিবিএস এর তথ্যানুযায়ী শিল্প খাতে নতুন কর্মসংস্থান বাড়ছে ধীরে। ২০১০ ও ২০১৩ সালে শিল্প খাতে ১ কোটি ২১ লাখ মানুষ নিয়োজিত ছিল। এ সংখ্যা ২০১৫-১৬ অর্থবছরে ১ কোটি ২২ লাখ ছিল। এই সংখ্যা ২০১৬-১৭ অর্থবছর মাত্র দুই লাখ বেড়ে ১ কোটি ২৪ লাখ হয়েছে।

প্রাতিষ্ঠানিক কর্মসংস্থানের বড় অংশ এখন সেবাখাত নির্ভর। ২০১৬-১৭ অর্থবছরে সেবা খাতে ২ কোটি ৩৭ লাখ মানুষ নিয়োজিত ছিল। বিবিএসের হিসেব বলছে, একবছরের ব্যবধানে সেবা খাতে কর্মসংস্থান বেড়েছে ১৭ লাখ লোকের।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply