‘করোনা সংক্রমণ কম থাকলে আগামী বছর সব স্কুল স্বাভাবিকভাবে চলবে’

|

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি।

করোনা সংক্রমণ যদি আর না বাড়ে, তাহলে আগামী বছরের শুরুতে সব শিক্ষা প্রতিষ্ঠান স্বাভাবিক নিয়মে খুলে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (৭ নভেম্বর) রাজধানীর ওয়ারিতে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ে শেখ রাসেল দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিশুদের টিকা কার্যক্রম পর্যায়ক্রমে সারাদেশে চালানো হবে। শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের বলেন, সাম্প্রদায়িকতার বিষবাষ্প যেনো তাদের মনে না থাকে তেমন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করছে সরকার।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply