করোনা ছড়ালো কে, চিহ্নিত করলেই মিলবে লক্ষাধিক টাকা

|

চীনে আবারও বেড়েছে করোনার প্রকোপ। প্রতিদিনই বাড়ছে সংক্রমণ। করোনা নিয়ন্ত্রণে শুরু থেকেই শক্ত অবস্থানে ছিল চীন। এরই আওতায় এবারের সংক্রমণকেও রুখে দিতে এক অভিনব পন্থা বের করলো দেশটি। খবর দ্য গার্ডিয়ানের।

সম্প্রতি চীনের হেইলংজিয়াং প্রদেশের হেইহি শহরে একটি বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে করোনার বিরুদ্ধে ‘জনযুদ্ধ’র ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি যে বা যারা এই নতুন করোনা সংক্রমণের পেছনে দায়ী বা নিয়ম না মেনে যে করোনা ছড়াচ্ছে, তাদের চিহ্নিত করতে পারলেই ১৫ হাজার ৬০০ ডলারের পুরস্কার ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ১৩ লাখ ৩৭ হাজারেরও বেশি।

সম্প্রতি রাশিয়ার সীমান্তবর্তী এই শহরে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। রাশিয়ায় গত দু’মাস ধরে সংক্রমণের ঊর্ধ্বগতির আঁচ লেগেছে হেইহি শহরেও। গত মাসে চীনের ন্যাশনাল হেলথ কমিশনের (এনএইচসি) প্রকাশিত তথ্যে দেখা গেছে, ওই মাসেই দেশটিতে ৩৭৭ জন নতুনভাবে করোনা শনাক্ত হন। এ দিকে রাশিয়ার সীমান্তবর্তী হেইহি শহরে সম্প্রতি একদিনে ২৭ জনের করোনা শনাক্তের পর নতুনভাবে এই পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply