রোহিতকে অধিনায়ক করে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ১৬ সদস্যের দল ঘোষণা

|

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের পরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ উপলক্ষে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। এই দলের অধিনায়কত্ব করবেন দলটির ওপেনার রোহিত শর্মা। তার সহকারী হিসেবে থাকবেন আরেক ওপেনার লোকেশ রাহুল।

ভারতের ১৬ সদস্যের এই দলে নেই বর্তমানে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অধিনায়কত্ব করা ভিরাট কোহলি, রবিন্দ্র জাদেজা, মোহম্মদ শামি ও জাসপ্রিত বুমরাহ। এই সিরিজে বিশ্রামে থাকবেন তারা। আর দলে জায়গা হারিয়েছেন রাহুল চাহার ও বরুন চক্রবর্তী। দলে নেই অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও শার্দুল ঠাকুরও।

দল ডাক পেয়েছেন চলতি বছরের আইপিএলে দুর্দান্ত পারফর্ম করা রুতুরাজ গাইকোয়াড, আভেস খান, হার্শাল প্যাটেল ও ভেঙ্কটেশ আয়ার। আর প্রত্যাবর্তন করেছেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল।

ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), ঈশান কিশান (উইকেটকিপার), রুতুরাজ গাইকোয়াড, সূর্যকুমার যাদব, রিশাভ প্যান্ট (উইকেটকিপার), শ্রেয়াস আয়ার, রবিচন্দ্রন আশ্বিন, অক্ষর প্যাটেল, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, আভেস খান, হার্শাল প্যাটেল, ভেঙ্কটেশ আয়ার ও মোহাম্মদ সিরাজ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply