শনিবার থেকে বাজারে আসবে স্কয়ার ফার্মাসিউটিক্যালের করোনার মুখে খাওয়ার ওষুধ মোলনুপিরাভির। এমনটি জানিয়েছেন প্রতিষ্ঠানটির সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ডিরেক্টর এরিক এস চৌধুরী।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে মহাখালীতে এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে তিনি এ কথা জানান। বলেন, কোভিড চিকিৎসার জন্য এই অ্যান্টি ভাইরাল ওষুধটির অনুমোদন দেয়া হয়েছে।
অনুষ্ঠানে মার্কেটিং জেনারেল ম্যানেজার মো. আতিকুজ্জামান বলেন, এই ওষুধ ৩০ মিনিটের মধ্যে এর কার্যকারিতা শুরু করবে। এছাড়া মোলনুপিরাভিরে সোডিয়াম না থাকায় কিডনি ও হার্টের রোগীদের জন্য নিরাপদ।
এর আগে গত ৯ তারিখে মোলনুপিভালিরের আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয়া হয়। এই ওষুধ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ১৮ বছরের উপরের করোনা আক্রান্তরা ব্যবহার করতে পারবেন। দিনে ৮টি করে ৫ দিন সেবন করতে হবে এই ওষুধ। প্রতি ক্যাপসুলের দাম পড়বে ৫০ টাকা।
ইউএইচ/
Leave a reply