বোরকা পরে ব্যাংকে ঢোকা যাবে না বলে বিজ্ঞপ্তি দিয়েছিল স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) মুম্বাইয়ের নেহরু নগর শাখা। কিন্তু সমালোচনার মুখে সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। স্টেট ব্যাংকের ওই শাখাটি যে এলাকায় রয়েছে, তা মূলত মুসলিম অধ্যুষিত।
স্ক্রল ইন’র এক প্রতিবেদনে জানা যায়, কিছুদিন আগে থেকেই নেহরু নগরের এসবিআই শাখায় তিনটি ভাষায় ওই বিজ্ঞপ্তি দেয়া হয়েছিল। হিন্দি, মরাঠি এবং ইংরেজিতে লেখা ছিল, বোরকা ও স্কার্ফ পরে ব্যাংক চত্বরে ঢোকা নিষিদ্ধ। এই বিজ্ঞপ্তির ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লেই শুরু হয় সমালোচনার ঝড়। তবে শেষ পর্যন্ত গত ৩ নভেম্বর স্টেট ব্যাংকের পক্ষ থেকে ওই বিজ্ঞপ্তি দেয়ার জন্য দুঃখ প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিটিও তুলে নেয়া হয় বলে জানা গেছে।
৩ নভেম্বর টুইট করে এসবিআই জানায়, টাকা তোলা ও অন্যান্য আর্থিক লেনদেনের ক্ষেত্রে নিরাপত্তার কথা ভেবেই এই বিজ্ঞপ্তি ব্যাংকের ওই শাখা দিয়েছিল। এর পেছনে ব্যাংকের বা ওই শাখার অন্য কোনো উদ্দেশ্য নেই।
Leave a reply