ভোটের আগে সিলমারা ব্যালট পেপার উদ্ধার

|

ছবি: সংগৃহীত

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি কেন্দ্র থেকে ভোটের আগে প্রায় ৩৫০টি ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা অবস্থায় উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানায়, উপজেলার সাগরনাল ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাতিলাসাঙ্গন কেন্দ্রে ভোট গ্রহণ শুরুর আগে ব্যালট পেপার চেক করার সময় প্রায় ৩৫০টি সিলমারা ব্যালট ধরা পড়ে। এ জন্য ভোটগ্রহণ শুরু করতে এক ঘণ্টা বিলম্ব হয়। পরে প্রার্থীদের সমঝোতায় এক ঘণ্টা পর ভোটগ্রহণ শুরু হয়।

ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার পিনাল কান্তি ঘোষ জানান, কে বা কারা রেখেছিল এখনও জানা যায়নি। সকল প্রার্থীর উপস্থিতিতে এসব ব্যালট ছিঁড়ে ফেলা হয়। কোনো প্রার্থীর অভিযোগ নেই।

জুড়ি উপজেলার ৫টি ইউনিয়নে আজ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। অনেকটা শান্তিপূর্ণভাবে ৫ ইউনিয়নের অর্ধলক্ষাধিক ভোটার ভোট প্রদান করেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply