ক্যাচটা নিতে পারলে ফলাফল অন্যরকমও হতে পারতো: বাবর

|

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অবিশ্বাস্যভাবে হেরে যাওয়ার পর পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেছেন, ১৯-তম ওভারের সেই ক্যাচটি যদি ধরতে পারতাম, খেলার ফলাফল হয়তো ভিন্ন হতে পারতো।

বাবর আজম আরও বলেন, ম্যাচের প্রথম ধাপে আমরা যেমনটা ব্যাট করতে চেয়েছিলাম, তেমনটাই পেরেছি। যে স্কোর আমরা বোর্ডে জমা রাখতে চেয়েছি, পেরেছি সেটাও। কিন্তু আমি মনে করি, আমরা প্রতিপক্ষকে অনেক বেশি সুযোগ দিয়ে ফেলেছি। তবে আমরা দল হিসেবে পুরো টুর্নামেন্টে যেভাবে খেলেছি, তাতে অধিনায়ক হিসেবে আমি সন্তুষ্ট। আশা করি, ভুল থেকে শিখতে পারবো আমরা এবং চেষ্টা করে যাবো ভালো ক্রিকেট খেলার জন্য।

এই টুর্নামেন্টের পারফরমেন্স পাকিস্তানকে সামনের সময়ও ভালো খেলার অনুপ্রেরণা যোগাবে, এমনটাই মনে করেন বাবর। তিনি বলেন, নিশ্চিতভাবেই এমন খেলার পর আত্মবিশ্বাসী হবে পুরো দল। এভাবেই খেলার চেষ্টা চালিয়ে যাবো আমরা। খেলোয়াড়দের জন্য যেসব ভূমিকা নির্ধারণ করে দেয়া হয়েছিল, সবাই তা পালন করেছে দারুণভাবে। সমর্থকেরা পুরো সময় যেভাবে আমাদের সমর্থন করে গেছে, তা দল হিসেবে আমরা দারুণ উপভোগ করেছি। সমর্থকদের প্রতি আমি এবং আমরা কৃতজ্ঞ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply