ভারতে চলতি বছর পদ্ম পুরষ্কার পেলেন ৮ মুসলিম

|

ছবি: সংগৃহীত।

ভারতে বিভিন্ন ক্ষেত্রে মহান অবদানের জন্য প্রতিবছরই পদ্ম পুরষ্কার বিতরণ করা হয়। এ বছরও ১১৯ জন গুণী ব্যক্তিত্বকে দেয়া হয়েছে এ পুরষ্কার। গত ৯ নভেম্বর বিজেতাদের হাতে পুরষ্কার তুলে দেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এ বছর পদ্ম বিজেতাদের মধ্যে আছেন ৮ জন মুসলিমও। ভারতীয় সংবাদমাধ্যম মুসলিম মিররে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

পদ্ম পুরষ্কার পাওয়া মুসলিমদের তালিকায় প্রথমেই নাম আসে মাওলানা ওয়াহিদুদ্দিন খানের। তিনি চলতি বছরের এপ্রিলে মারা যান। পদ্মবিভূষণে ভূষিত হয়েছেন এই গুণী ব্যক্তি। ভারতরত্নের পর এটি দেশটির দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। এ বছর ওয়াহিদুদ্দিন খান ছাড়াও আরও ৭ জন পদ্মবিভূষণ পুরষ্কার জিতেছেন।

ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণে ভূষিত হয়েছেন শিয়া পণ্ডিত মরহুম মাওলানা কালবে সাদিক। তিনিসহ মোট ১০ জন এই পুরষ্কার জিতেছেন।

এ ছাড়া পদ্মশ্রী পুরষ্কার পেয়েছেন মোট ১০৯ জন। এর মধ্যে ৬ জন আছেন মুসলিম। তারা হলেন আলি মানিকফান, গুলফাম আহমেদ, লাখা খান ও গোলাম রাসুল এবং বাংলাদেশের দু’জন সানজিদা খাতুন ও কর্নেল কাজী সাজ্জাদ আলি জহির।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply