নিউজিল্যান্ডের বিপক্ষে কানপুর টেস্টে ভারতকে নেতৃত্ব দিবেন আজিঙ্কা রাহানে। আর সহ-অধিনায়ক হিসেবে দেখা যাবে চেতেশ্বর পূজারা’কে।
নিয়মিত অধিনায়ক ভিরাট কোহলি বিশ্রামে থাকছেন প্রথম টেস্টে। শুধু প্রথম টেস্ট নয়, কিউইদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও দেখা যাবে না ভিরাট’কে। প্রথম টেস্টে বিশ্রামে রাখা হয়েছে রোহিত শর্মা, রিশাভ পান্ত, জাসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ শামি।
নতুন অধিনায়ক রোহিত শর্মার অধীনে নামবে ভারত। তবে সাদা পোষাকে দেখা যাচ্ছে না তাকে। দুই টেস্টের সিরিজের জন্য ১৬ সদস্যের দলে নেই বুমরাহ ও মোহাম্মদ শামি। তবে দ্বিতীয় টেস্টে ফিরবেন কোহলি। মুম্বাইয়ের সেই টেস্ট শুরু হবে ৩ ডিসেম্বর।
এদিকে, টি-টোয়েন্টি সিরিজ শেষে ২৫ নভেম্বর কানপুরে শুরু হবে প্রথম টেস্ট। আর, ৩ ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
Leave a reply