ভেঙে যাচ্ছে জনসন অ্যান্ড জনসন

|

ছবি: সংগৃহীত

বিভক্ত হতে যাচ্ছে বিশ্বখ্যাত ফার্মাসিটিউক্যাল ও বেবি প্রোডাক্ট উৎপাদক কোম্পানি জনসন অ্যান্ড জনসন। শুক্রবার এক বিবৃতিতে কোম্পানিটি জানিয়েছে যে, ওষুধ ও বেবি প্রোডাক্টসের জন্য আলাদা দুটি কোম্পানিতে পরিণত হতে যাচ্ছে ১৮৮৬ সাথে প্রতিষ্ঠিত বিশ্বখ্যাত এ হেলথকেয়ার জায়ান্ট।

জানা গেছে, ফার্মাসিটিউক্যাল যন্ত্রপাতি ও কসমেটিকস-বেবি প্রোডাক্টের উৎপাদন ও পণ্যের মান বৃদ্ধির উদ্দেশে আলাদা দুটি কোম্পানিতে পরিণত হতে যাচ্ছে জনসন অ্যান্ড জনসন। কোম্পানিটি তাদের ৩টি বিখ্যাত বিউটি প্রোডাক্ট অ্যাভিনো, নিউট্রোজেনা স্কিন কেয়ার প্রোডাক্টস ও লিস্ট্রিন কে আলাদা করতে যাচ্ছে, কারণ তাদের ড্রাগস ও মেডিকেল ডিভাইসের ব্যবসা দ্রুত বড় হচ্ছে। এসবের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো জনসনের তৈরি করা কোভিডের ভ্যাকসিন। এখন যদি উৎপাদন ব্যবস্থাসহ কোম্পানি আলাদা না করা হয় তাহলে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা জনসন অ্যান্ড জনসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের।

জনসন অ্যান্ড জনসনের সিইও অ্যালেক্স গোরস্কি আজ এক বিবৃতিতে বলেন, কোম্পানির সূচনালগ্ন থেকেই আমরা আমাদের শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণের এক গৌরবজনক ঐতিহ্য তৈরি করেছি, যা সামনেও অব্যাহত রাখতে চাই।

জানা গেছে, কোম্পানিটির বিভাজন প্রক্রিয়া আগামী দেড়-দুই বছরের মধ্যে সম্পন্ন হবে। নতুন তৈরি হতে যাওয়া জনসন অ্যান্ড জনসনের ফার্মাসিটিউক্যালস-মেডিক্যাল ডিভাইস ডিভিশন রোবোটিকস ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মত প্রযুক্তি নিয়ে কাজ করতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, কোম্পানির নতুন এ ডিভিশনটি বাৎসরিক অন্তত ৭৭ বিলিয়ন ডলারের ব্যবসা করতে সক্ষম হবে। আর নতুন এ ডিভিশনের সিইও হিসেবে ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে কোম্পানিটির ঊর্ধ্বতন কর্মকর্তা হোয়াকিন দুয়াতো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply