হৃদযন্ত্রের জটিলতায় ফুটবল থেকেই অবসর নিতে পারেন আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো। প্রথম দিকে তার অসুস্থতার প্রকৃতি যেমনটা মনে করা হয়েছিল, আদতে সেটা তার চেয়েও বেশি প্রকট হওয়ায় অবসর নিতে বাধ্য হতে পারেন এ মৌসুমেই বার্সেলোনায় যোগ দেয়া এই ফরোয়ার্ড।
ম্যানচেস্টার সিটি থেকে ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় যোগ দিয়ে মৌসুমের সূচনাপর্বে মাঠে নামতে পারেননি আগুয়েরো। ফিটনেস ফিরে পেয়ে এরপর মাঠে ফিরেছিলেন তিনি। কিন্তু গত অক্টোবরে আলাভেসের সাথে ম্যাচে শ্বাসজনিত জটিলতার কারণে মাঠেই মিনিটখানেক চিকিৎসা নেয়ার পর হাসপাতালে নেয়া হয় তাকে। তারপর মেডিকেল রিপোর্টে জানা যায়, হৃদযন্ত্রের সমস্যা দেখা দিয়েছে আগুয়েরোর। অনিয়মিত হৃদস্পন্দন বা অ্যারিথমিয়ায় ভুগছেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার। ফলে অন্তত তিন মাস মাঠে নামতে পারবেন না তিনি।
বার্সেলোনা এক বিবৃতিতে জানিয়েছে, সার্জিও আগুয়েরোকে সুস্থ করে তুলতে মেডিকেল টিম সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছে তাকে। নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোষ্টে আগুয়েরো নিজেও জানিয়েছিলেন, তিনি ভালো আছেন এবং উজ্জীবিত থেকে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করবেন।
দ্য সান জানিয়েছে, প্যাথোলজি রিপোর্ট অনুসারে, অবসরের কথা ভাবতে হতে পারে আগুয়েরোকে। কারণ হৃদযন্ত্রের জটিলতা পূর্বের ধারণার চেয়েও বেশি প্রকট। তাই বার্সা যে পর্যায়ের ফুটবল খেলে, পেশাদার ফুটবলের সেই পর্যায়ে খেলে যাওয়াটা ঝুকিপূর্ণ হবে এই ম্যানসিটি কিংবদন্তির জন্য।
পেপ গার্দিওলা তার ক্লাবের সর্বকালের সেরা গোল স্কোরারের প্রতি শুভ কামনা জানিয়েছেন। বলেছেন, সবাই তার সুস্থতা কামনা করছে। আমি ডাক্তার নই। তবে এটা জানি যে, সুস্থতা ও জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ নয় কিছুই। আশা করি, সে মাঠে ফিরে আসবে। আর যদি তা নাও হয়, সে যা করেছে তা ভেবেই তৃপ্ত থাকতে পারে।
Leave a reply