তিন হাজার কি.মি. পথ পাড়ি দিয়ে নিউজিল্যান্ডে এলো বিরল প্রজাতির পেঙ্গুইন

|

নিউজিল্যান্ডে দেখা মিলেছে বিরল প্রজাতির অ্যাডেলে পেঙ্গুইন।

অ্যান্টার্কটিকা থেকে ৩ হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে বিরল এবং প্রায় বিলুপ্ত প্রজাতির অ্যাডেল পেঙ্গুইনের দেখা পাওয়া গেছে নিউজিল্যান্ড উপকূলে। খবর গার্ডিয়ানের।

অ্যান্টার্কটিকা অঞ্চলজুড়ে মূলত পেঙ্গুইনের আবাসস্থল। বিশ্বের বেশিরভাগ প্রজাতির পেঙ্গুইনের দেখা মেলে সেখানে। নিউজিল্যান্ড উপকূলের স্থানীয় হ্যারি সিং দম্পতি সৈকতে ঘুরতে গিয়ে সর্বপ্রথম ওই পেঙ্গুইনটির দেখা পান। প্রথমে পেঙ্গুইনটিকে দেখে খেলনা মনে করেছিলেন ওই দম্পতি। 

মিস্টার হ্যারি সিং বলেন, আমি প্রথমে এটিকে পুতুল জাতীয় খেলনা ভেবেছিলাম। পরে ভালো করে খেয়াল করে দেখলাম যে এটি একটি পেঙ্গুইন। দেখে মনে হচ্ছিলো এটি অনেক ক্লান্ত আর নিশ্চয়ই দলছুট।

হ্যারি সিং আরও বলেন, পেঙ্গুইনটি এক ঘণ্টা কোনও নড়াচড়া করেনি, তাকে খুবই ক্লান্ত দেখাচ্ছিল। এছাড়া ফাঁকা জায়গায় থাকলে কুকুর ও অন্যান্য বন্যপ্রাণীর আক্রমণের আশঙ্কা থাকায় আমরা ক্রাইস্টচার্চের বিখ্যাত পেঙ্গুইন বিশেষজ্ঞ থমাস স্ট্রাককে খবর দিই।

এদিকে, নিউজিল্যান্ড উপকূলে অ্যাডেলি প্রজাতির প্রায় বিলুপ্ত এ পেঙ্গুইনটি দেখে আশ্চর্য হয়েছেন পেঙ্গুইন বিশেষজ্ঞ থমাস স্ট্রাক। জানান, উদ্ধারের পর রক্ত পরীক্ষা করা হয়েছে পেঙ্গুইনটির। রিপোর্টে দেখা গেছে, ওজন কমে যাওয়া ও পানি শূন্যতায় ভুগছিলো প্রাণীটি। সরাসরি খাবার খেতে পারছিল না বলে টিউবের মাধ্যমে খাবার দেয়া হয়েছে পাখিটিকে।

উল্লেখ্য, এ নিয়ে নিউজিল্যান্ডে ৩য় বারের মতো দেখা মিললো অ্যাডেলে প্রজাতির পেঙ্গুইন। এর আগে নিউজিল্যান্ড উপকূলে ১৯৯৩ ও ১৯৬২ সালে অ্যাডেলি প্রজাতির পেঙ্গুইন দেখা গিয়েছিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply