তাইওয়ান রক্ষায় জোট করবে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র

|

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী পিটার ডাটন।

তাইওয়ানকে রক্ষায় প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সাথে অস্ট্রেলিয়া সম্মিলিতভাবে পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী পিটার ডাটন। খবর দ্য অস্ট্রেলিয়ান নিউজপেপারের।

আজ শনিবার (১৩ নভেম্বর) অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য অস্ট্রেলিয়ান নিউজপেপারকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি তাইওয়ানের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের সাথে মৈত্রীর সম্ভাবনার ব্যাপারে এমনটি বলেন।

এর আগে গত বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছিলেন, তাইওয়ানে হামলা বা দখলে নিতে চীন বল প্রয়োগ করলে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা পাল্টা পদক্ষেপ নিয়ে কঠোর জবাব দেবে। 

সাক্ষাৎকারে ডাটন আরও বলেন, যুক্তরাষ্ট্র তাইওয়ানের নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নেবে আর আমরা তা সমর্থন করবো না; এটা অকল্পনীয়। আর তাইওয়ান নিয়ে প্রবেশে চীনের উদ্দেশ্য স্পষ্ট বোঝা যাচ্ছে।

উল্লেখ্য, তাইওয়ান মূলত একটি স্বায়ত্বশাসিত রাষ্ট্র। কিন্তু চীন তাইওয়ানকে নিজেদের প্রদেশ হিসেবে দাবি করে আসছে অনেকদিন ধরেই। কিন্তু একসময়ের সার্বভৌম দেশ তাইওয়ান বরাবরই চীনের এই দাবি অস্বীকার



সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply