আজ থেকে আদালতে বসতে পারবেন না সেই বিচারক

|

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোছা. কামরুন্নাহারকে আজ রোববার (১৪ নভেম্বর) সকাল থেকে আদালতে না বসার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। তার ফৌজদারি বিচারিক ক্ষমতা সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি মহোদয়গণের সাথে আলোচনাক্রমে এমন নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

বেগম মোছা. কামরুন্নাহারকে তার বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত করার জন্য আইন মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে বলেও জানানো হয়েছে।

বনানীর রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলার বিচারক মোছা. কামরুন্নাহার এ বিষয়ে ৫ আসামিকে খালাস দিয়ে ঘোষিত রায়ের পর্যবেক্ষণে ধর্ষণের ঘটনার ৭২ ঘণ্টা পার হয়ে গেলে ভুক্তভোগীর অভিযোগ গ্রহণ না করার নির্দেশ দেন পুলিশকে।

তবে এই পর্যবেক্ষণকে বেআইনি উল্লেখ করে আইনমন্ত্রী বলেছেন, যে বক্তব্য উনি দিয়েছেন, এটি সম্পূর্ণ বেআইনি ও অসাংবিধানিক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply