আফগানিস্তানে শিয়া সম্প্রদায়ের নববর্ষের উৎসবে আত্মঘাতী হামলা হয়েছে। কাবুল বিশ্ববিদ্যালয়ের কাছে একটি মাজারে চালানো এ হামলায় প্রাণ গেছে অন্তত ২৯ জনের। হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ২০ জন।
জঙ্গিগোষ্ঠী আইএস এ হামলার দায় স্বীকার করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শিয়া মাজারটিতে নওরোজের অনুষ্ঠান চলছিলো। এসময় প্রবেশ পথে থাকা নিরাপত্তা চৌকির কাছে এই হামলা চলে।
হামলাকারী শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটালে ঘটনাস্থলেই প্রাণ যায় ১২ জনের। হাসপাতালে নেয়ার পর বাকিদের মৃত্যু হয়। কার্ত-ই-শাখি নামের এই শিয়া মাজারটিতে এরআগেও বেশ কয়েকবার হামলার ঘটনা ঘটে। নওরোজের ঐতিহ্যবাহী অনুষ্ঠানকে ইসলাম ধর্মের পরিপন্থি মনে করে আইএস জঙ্গিরা।
Leave a reply