দুই দেশের উত্তেজনার মধ্যেই মুখোমুখি জো বাইডেন- শি জিনপিং

|

ছবি: সংগৃহীত

চীন-যুক্তরাষ্ট্র চলমান উত্তেজনার মধ্যেই ভার্চুয়ালি মুখোমুখি হচ্ছেন দু’দেশের রাষ্ট্রপ্রধান। সোমবার, বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

ওয়াশিংটন জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ভার্চুয়াল বৈঠক। ধারণা করা হচ্ছে বাণিজ্য, সাইবার হামলা, করোনা মহামারি এবং তাইওয়ানের মতো ইস্যুগুলো নিয়ে আলোচনা করবেন দুই নেতা। তবে, তাইওয়ানকে কেন্দ্র করে সৃষ্ট সামরিক উত্তেজনাই সর্বোচ্চ গুরুত্ব পাবে আলোচনায়।

চীনের অভিযোগ, আঞ্চলিক ইস্যুতে নাক গলাচ্ছে যুক্তরাষ্ট্র। আর সে কারণেই সামরিক মহড়ার নামে আকাশসীমায় আগ্রাসন চালায় যুক্তরাষ্ট্র। অন্যদিকে, ওয়াশিংটনের অভিযোগ, তাইওয়ানের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করছে বেইজিং। ক্ষমতায় আসার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দু’বার টেলিফোনে কথা বলেন চীনের প্রেসিডেন্ট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply