সালাহকে যেকোনো মূল্যে বার্সায় চান জাভি

|

ছবি: সংগৃহীত

বার্সেলোনার নতুন বস জাভি হার্নান্দেজের সামনে ক্লাবকে নতুন করে গড়ে তোলার কঠিন চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ জয় করতে লিভারপুলের তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহকে যেকোনো মূল্যে ন্যু ক্যাম্পে নিয়ে আসতে চান তিনি। জানিয়েছে ইংলিশ সংবাদমাধ্যম মিরর।

লা লিগার পয়েন্ট টেবিলে নবম স্থানে বর্তমানে ধুঁকছে বার্সেলোনা। লিগ টপার রিয়াল সোসিয়েদাদের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে থাকা ক্লাবটিতে রোনাল্ড কোম্যানের স্থলাভিষিক্ত হয়েছেন জাভি। কিংবদন্তিতুল্য এই মিডফিল্ড জেনারেলের সামনে এখন কঠিন কাজ; দলের খেলার মানের উন্নতি সাধন এবং দলকে নতুন করে গড়ে তোলা। আর এই কাজে ইংলিসহ প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের দিকেই তাকাচ্ছেন তিনি। মিররের এক প্রতিবেদনে এসেছে, সালাহকে যেকোনো মূল্যেই ন্যু ক্যাম্পে নিয়ে আসতে চান জাভি। তবে এই মিশনে বেশ কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে বার্সাকে। কারণ, ক্লাবটি বর্তমানে তলিয়ে আছে ঋণের সাগরে। আর ঋণের পরিমাণটাও প্রায় ১ বিলিয়ন ইউরোর বেশি। তাই সালাহর মানের কোনো খেলোয়াড়কে বার্সার কেনা পুরোপুরিই নির্ভর করছে ক্লাবের আর্থিক স্থিরতার উপর।

অন্যদিকে, লিভারপুলে ভালোই আছেন মোহামেদ সালাহ। বর্তমানে অল রেডদের প্রধান খেলোয়াড় তিনি, আর খেলছেনও দারুণ। লিভারপুলের সাথে সালাহর চুক্তির মেয়াদ আছে ২০২৩ সাল পর্যন্ত। এছাড়া, সালাহকে লিভারপুলেই রেখে দেয়ার জন্য সম্ভাব্য সবকিছুই করবে অল রেড ম্যানেজমেন্ট, এমনটিও দাবি করা হয়েছে প্রতিবেদনটিতে।

তবে জাভি বেশ আগে থেকেই সালাহর খেলার প্রশংসা করে আসছেন। ২০১৯ সালে ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে লিভারপুলের জয়ের পর জাভি বলেছিলেন, অন্যতম শক্তিশালী ক্লাব এখন লিভারপুল। তাদের দলে সালাহ, মানে, ফিরমিনোর মতো খেলোয়াড় আছে। বিশেষ করে বলতে হয় সালাহর কথা। সে বিশ্বের সেরা ১০ খেলোয়াড়ের একজন, যে মাঠে সব সময়ই তার সেরা পারফরমেন্সটাই দেয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply