ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা সালমান খুরশিদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২১ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছে পুলিশ।
সোমবার (১৫ নভেম্বর) তার নৈনিতালের বাসভবনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে নাশকতার এ ভিডিও পোস্ট করেছেন এই প্রবীণ নেতা।
সালমানের বাসায় হামলার ঘটনায় নিন্দা ও সমালোচনায় মুখর কংগ্রেস নেতাদের টুইটার। তাদের বক্তব্য, জ্যেষ্ঠ এ রাজনীতিবিদের বাড়িতে হামলা চালানোর অর্থ সরাসরি তাকে হত্যার হুমকি দেয়া।
মূলত, সালমান খুরশিদের লেখা বই ‘সানরাইজ ওভার অযোধ্যা: ন্যাশনহুড ইন আওয়ার টাইমস’ প্রকাশের পরই তিনি হুমকি পাচ্ছিলেন। সেখানে সনাতন ধর্মের প্রচারকদের উসকানিমূলক বক্তব্যকে আইএস এবং বোকো হারামের কর্মকাণ্ডের সাথে তুলনা করেন তিনি।
এ বিষয়ে সালমান খুরশিদ বলেন, বইয়ের বার্তা ছিলো- আসুন জাত-ধর্ম ভুলে আমরা একত্র হয়ে যাই। এতদিন সাম্প্রদায়িকতার নামে যে উসকানি ছড়ানো হয়েছে, সেটি ভুলে দেশের স্বার্থে জোটবদ্ধ হয়ে কাজ করি। আলোচনায় বসতে হবে। দরজা বন্ধ করে বা জ্বালিয়ে শান্তি আসবে না।
Leave a reply