সিনিয়র করেসপন্ডেন্ট:
নাটোরের চলনবিলে শিকারীদের ফাঁদ থেকে ২০টি সাদা বক উদ্ধার করে অবমুক্ত হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) ভোর পাঁচটা থেকে নয়টা পর্যন্ত বিলের দুর্গম দেবত্তর এলাকায় অভিযান চালায় পরিবেশকর্মীরা।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, চলনবিলে মাছের সাথে পাখির আনাগোনা বেড়ে গেছে। সেই সাথে শিকারীদের দৌরাত্ম্যও বেড়েছে। প্রতিনিয়ত পরিবেশকর্মীরা স্বেচ্ছায় বিলের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় ছুটে চলছে। তারই ধারাবাহিকতায় বিলের দুর্গম এলাকায় অভিযান চালানো হয়।
এসময় পাখি শিকারে ব্যবহৃত কলাপাতা, খেঁজুর পাতা ও বাঁশ দিয়ে বিশেষভাবে তৈরী দুটি ফাঁদঘরসহ দুই পাখি শিকারীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০টি সাদা বক উদ্ধার করে অবমুক্ত করা হয়। পরে ফাঁদঘর ধ্বংসসহ কোনওদিন পাখি শিকার করবে না এই মর্মে মুচলেকা নিয়ে দু’জন পাখি শিকারিকে ছেড়ে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান, কলম প্রকৃতি ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পরিবেশকর্মী হাসিবুল হাসান শিমুল, আব্দুল্লাহ আল মামুন, জুবায়ের আহমেদ, হাবিব প্রমাণিক, রিপন হোসেন, আবু কাহারসহ অন্যান্যরা।
Leave a reply