এবার নির্বাচনে জালিয়াতির দায়ে অভিযোগ গঠন করা হয়েছে মিয়ানমারের নেত্রী অং সান সু চির বিরুদ্ধে। সু চিসহ অভিযুক্ত করা হয়েছে মোট ১৬ জনকে।
এ তালিকায় আছেন সাবেক প্রেসিডেন্ট উইন মিন্ট ও সাবেক নির্বাচন কমিশন প্রধানের নামও। বলা হয়, ২০২০ সালের নির্বাচনে বেআইনি পথে জয় পেয়েছে সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি। বয়স্কদের জন্য আগাম ভোটের সুযোগ ব্যবহার করে, যারা ভোটার নয় তাদেরও দেয়া হয়েছে ব্যালট পেপার।
চলতি বছর ফেব্রুয়ারিতে এক অভ্যুত্থানের মধ্য দিয়ে অং সান সু চিকে পদচ্যুত ও গ্রেফতার করেছে সামরিক জান্তা বাহিনী।
Leave a reply