মিসরে আবিস্কৃত হলো সাড়ে ৪ হাজার বছরের পুরোনো সূর্যমন্দির

|

মিশরে আবিস্কৃত আড়াই হাজার বছরের পুরোনো সূর্যমন্দির।

মিসরের প্রাচীন শাসকদের দ্বারা নির্মিত সাড়ে চার হাজার বছরের পুরোনো ৬ সূর্য মন্দিরের মধ্যে আরও একটির সন্ধান সম্প্রতি পাওয়া গেছে। রাজধানী কায়রোর আবু গোরাব এর নিকটবর্তী এলাকায় মন্দিরটির সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। ধারণা করা হচ্ছে, মন্দিরটির নির্মাণকাল খ্রিস্টপূর্ব ২৫ শতক। এর আগে ১৮৯৮ সালে একই জায়গায় আরও একটি মন্দিরের সন্ধান পাওয়া গিয়েছিল। খবর সিএনএন এর।

মন্দিরটির আবিস্কারক প্রত্নতত্ত্ববিদেরা জানিয়েছেন, মাটির ইট দিয়ে তৈরি করা হয়েছিল মন্দিরটি। মন্দিরটির ভেতরে উঠানের মতো খালি জায়গা রয়েছে। সেখানেই রয়েছে বিশাল একটি স্তম্ভ, যেখানে সূর্যের আরাধনা করা হতো। মন্দির সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য গবেষণা চলছে, তবে কোন রাজার শাসনামলে এ মন্দির নির্মাণ করা হয়েছিল তা এখনও নিশ্চিত নন প্রত্নতাত্ত্বিকরা।

উল্লেখ্য, মিসরের ফারাও শাসকদের মর্যাদাকে তুলে ধরে মূলত পিরামিড, তবে পিরামিডের পর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্থাপনা মনে করা হয় সূর্য মন্দিরকে। নিজেদের জীবন্ত দেবতা হিসেবে তুলে ধরতে ফারাও শাসকেরা সূর্যমন্দির নির্মাণ ও ব্যবহার করতেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply