রেইনট্রি হোটেল ধর্ষণ মামলা: লিখিত রায়ে নেই ৭২ ঘণ্টার পর ধর্ষণ মামলা করা যাবে না

|

প্রতীকী ছবি।

রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার পূর্ণাঙ্গ রায়ে ৭২ ঘণ্টার পর ধর্ষণ মামলা করা যাবে না, এমন কোনো পর্যবেক্ষণ নেই।

সোমবার (১৫ নভেম্বর) পুর্ণাঙ্গ রায়ের কপি প্রধান বিচারপতি ও আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) জানা যায়, ৪৯ পৃষ্ঠার ঐ লিখিত রায়ে বিচারক কোনো পর্যবেক্ষণ দেননি। যদিও ১১ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক কামরুন্নাহার রায় ঘোষণার সময় মৌখিকভাবে জানান, ধর্ষণের ৭২ ঘণ্টা পর কোনো মামলা না নিতে পুলিশকে আহ্বান জানিয়েছিলেন।

এ নিয়ে সমালোচনার মুখে বিচারক কামরুন্নাহারকে বিচারকার্য থেকে অব্যাহতি দেয়া হয়। প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সাথে আলোচনা করে এ সিদ্ধান্ত নেন। কামরুন্নাহারকে মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত করার নির্দেশ দেয়া হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply