বায়ুদূষণ রোধে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করলো নয়াদিল্লি

|

ছবি: সংগৃহীত

বায়ুদূষণ রোধে ভারতের রাজধানী নয়াদিল্লি এবং আশপাশের রাজ্যগুলোয় অনির্দিষ্টকালের জন্য সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বললো বাতাসের মান নির্ণায়ক কেন্দ্রীয় কমিশন (সিকিউএএম)।

মঙ্গলবার (১৬ নভেম্বর) গভীর রাতে ৯ পৃষ্ঠার নির্দেশিকা প্রকাশ করে কমিশন। তাতে বলা হয়, দিল্লি-হরিয়ানা-রাজস্থান ও উত্তর প্রদেশে ২১ নভেম্বর পর্যন্ত যেন অর্ধেক জনবল নিয়ে কাজ করে সরকারি দফতরগুলো। বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও ‘ওয়ার্ক ফ্রম হোম’ কার্যকরে উৎসাহ দিয়েছে কমিটি। কেউ রাস্তায় আবর্জনা বা নিমার্ণসামগ্রী জড়ো করলে জরিমানা করতে বলা হয়েছে।

রেল-মেট্রো-প্রতিরক্ষা সংক্রান্ত কর্মকাণ্ড বাদ দিয়ে ২১ নভেম্বর পর্যন্ত স্থগিত সব নির্মাণ ও ভবন ভাঙ্গার কাজ। একই সময় পর্যন্ত রাজধানীতে ট্রাক ঢোকাও বন্ধ। ১০ থেকে ১৫ বছরের পুরানো যানবাহন আপাতত রাস্তায় বের করতে পারবেন না ব্যবহারকারীরা। এছাড়া, অঞ্চলগুলোয় অবস্থিত ১১টি তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে সচল থাকবে পাঁচটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply