অনুশীলনে চোট পেলেন শামীম পাটোয়ারী

|

অনুশীলনে চোট পেয়েছেন শামীম পাটোয়ারী।

অনুশীলনে পায়ে চোট পেয়েছেন ব্যাটার শামীম হোসেন পাটোয়ারী। দীর্ঘক্ষণ বসে থাকতে দেখা যায় তাকে। বাংলাদেশ দল এদিন ফিল্ডিং- ক্যাচিং অনুশীলনের পাশাপাশি ইনডোরে ব্যাটিং প্র্যাকটিসও করেছে।

বাংলাদেশের অনুশীলনে শামীম হোসেনের পায়ে চোট পাওয়াটা যেন হঠাৎই ছন্দপতন। মাটিতে লুটিয়ে পড়েছেন এই অ্যাটাকিং ব্যাটার। একটু পর উঠলেও হাঁটতে পারছিলেন না ঠিক মতো। খুঁড়িয়ে খুঁড়িয়ে রানিংয়ের চেষ্টা করেও খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। আশ্রয় নিতে হয়েছে পাশে থাকা চেয়ারে।

এদিকে, মিরপুরের মূল উইকেটে দীর্ঘ সময় ধরে একাই বল করেছেন মোস্তাফিজুর রহমান। বিশ্বকাপে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। পাকিস্তান সিরিজে নিজেকে খুঁজে পেতে তাই ঘাম ঝরিয়েছেন কাটার মাস্টার।

মিরপুরের ইনডোরে ব্যাট-বলে নিজের ঝালিয়ে নিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তাসকিন, শরিফুল, শহিদুলরা পরীক্ষা নিয়েছেন মাহমুদউল্লাহ- নাজমুল শান্তদের। নিজের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে নাজমুল হোসেন শান্ত বলেন, আমি সব সময় অ্যাটাকিং অ্যাপ্রোচে থাকার চেষ্টা করি। তার মানে প্রতি বলেই মারবো এমন না। বরং, বল বাই বল খেলার চেষ্টা থাকে আমার।

এবারের পাকিস্তান দলে একমাত্র সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। তবে সেটি দলে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন শান্ত। বলেন, দলে যারা আছেন তাদের সবারই সামর্থ্য আছে দায়িত্ব নিয়ে খেলার। আমাদেরই দায়িত্ব নিতে হবে। এখানে সিনিয়র-জুনিয়র নিয়ে ভাবছি না। কারণ, যারা দলে আছে তারা সামর্থ্য আছে বলেই এসেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply