গত দশকের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি দেখলো ব্রিটেন

|

ছবি: সংগৃহীত

১০ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি দেখলো ব্রিটেন। জাতীয় পরিসংখ্যান অফিসের তথ্য অনুসারে, আবাসন খাতে বিদ্যুৎ বিল বৃদ্ধি পাওয়ায় এই প্রভাব।

সংশ্লিষ্টদের ধারণা, ডিসেম্বর থেকেই সুদের হার বাড়াতে পারে ব্যাংক অব ইংল্যান্ড। অক্টোবরে ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতি ৪ দশমিক ২ শতাংশে পৌঁছেছে। গেলো সেপ্টেম্বরে, এই হার ছিলো ৩ দশমিক এক শতাংশ। এর আগে, ব্যাংক অব ইংল্যান্ডের জরিপে, ৩ দশমিক ৯ শতাংশ মূল্যস্ফীতির পূর্বাভাস দেয়া হয়েছিলো। যা আগামী কয়েক মাসে পাঁচ শতাংশে যেতে পারে এমন পূর্বাভাসও রয়েছে।

তবে ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাক জানিয়েছেন, ক্রমবর্ধমান মূল্যস্ফীতির লাগাম টানতে বিদ্যুতের ব্যবহার কমানোর ওপর গুরুত্বারোপ করছে সরকার। এজন্য কোভিড নাইনটিন সংক্রান্ত বেশিরভাগ জরুরি সহায়তা বন্ধ হচ্ছে।

উল্লেখ্য, চলতি বছর গ্যাসের মূল্যেও ২৮ দশমিক এক শতাংশ বেড়েছে, যুক্তরাজ্যে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply