করোনাভাইরাসের ভয়াবহ রূপ দেখছে জার্মানি। বুধবার শনাক্ত হয়েছে ৬০ হাজারের বেশি সংক্রমণ; যা দেশটির মহামারির ইতিহাসে রেকর্ড।
স্বাস্থ্যবিদদের আশঙ্কা- শীত মৌসুমে ইউরোপে ধাক্কা দিতে যাচ্ছে করোনার ফোর্থ ওয়েভ। সে কারণে পূর্ব-প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। জরুরি পদক্ষেপ গ্রহণে আঞ্চলিক নেতাদের প্রতি আলোচনার ডাকও দেন তিনি।
লকডাউন এড়াতে এরইমাঝে একগুচ্ছ বিধিমালা ঘোষণা করেছে বেলজিয়াম। যার অন্যতম- ঘরের বাইরে ১০ বছর থেকে মাস্ক পড়া বাধ্যতামূলক। সপ্তাহে চারদিন করতে হবে ‘ওয়ার্ক ফ্রম হোম’। এদিকে, ২০২২ সালের এপ্রিল থেকে ভ্যাকসিনের বুস্টার ডোজ দেয়া শুরু করবে বেলজিয়াম।
অ্যাঙ্গেলা মার্কেল বলেন, জার্মানিতে নাটকীয় রূপ ধারণ করেছে করোনা মহামারি। স্পষ্ট ভাষায় বললে পুরোদমে আঘাত হানতে যাচ্ছে করোনার চতুর্থ ঢেউ। হাসপাতালগুলোর আইসিইউ ইউনিটগুলো পুরো ঠাসা। এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। পরিস্থিতি মোকাবিলায় সব রাজ্য প্রশাসনের সাথে বৈঠক করবে কেন্দ্রীয় সরকার। তাছাড়া দীর্ঘমেয়াদে কোভিডের প্রভাব মোকাবিলায় টিকাদান কর্মসূচি ত্বরান্বিত করা দরকার।
ইউএইচ/
Leave a reply