ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারালো এক ফিলিস্তিনি কিশোর। বুধবার, তার বিরুদ্ধে সীমান্তের দুই পুলিশ সদস্যকে ছুরিকাঘাতের অভিযোগ আনা হয়। ১৬ বছরের কিশোরের বাড়ি পূর্ব জেরুজালেমে।
প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, দোলোরেসা এলাকায় টহলরত পুলিশদের ওপর হঠাৎই সে আক্রমণ করে। এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। এসময় দায়িত্বরত সেনাদের গুলিতে লুটিয়ে পড়ে ওই ফিলিস্তিনি। এখনও তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
ইসরায়েল নিরাপত্তা বাহিনী জানিয়েছে, দুই সদস্যের আঘাত ততোটা গুরুতর নয়। তবে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তারা। ঘটনাটি ঘিরে অঞ্চলটিতে সাঁড়াশি অভিযান শুরু করেছে ইসরায়েল।
সম্প্রতি জেরুজালেমে ফিলিস্তিনের জন্য দ্বিতীয় মার্কিন দূতাবাস স্থাপন ঘিরে চলছে উত্তেজনা।
Leave a reply