গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বিন্দুবাড়ী গ্রামে শাওন-সামী অ্যাগ্রো ফার্ম নামের একটি পোলট্রি খামারের বর্জ্যে দূষিত হচ্ছে খালসহ পরিবেশ। তীব্র দুর্গন্ধে ওই এলাকার দুটি শিক্ষা প্রতিষ্ঠানসহ আশপাশের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিলেও মিলছে না সমাধান।
২০১৭ সালে বিন্দুবাড়ি গ্রামের কাটা খালের পাড়ে গড়ে উঠে শাওন-সামী অ্যাগ্রো ফার্ম। প্রতিষ্ঠানটির খামারের গরু এবং মুরগির বিষ্ঠা সরাসরি খালে ফেলায় সেখানে প্রায় ৪০০ ফুট পর্যন্ত ময়লার স্তুপ জমে। এর দুর্গন্ধে আশপাশের মানুষের দুর্ভোগের যেন সীমা নেই। আশপাশের রাস্তায় চলতে হয় দুর্গন্ধের মধ্য দিয়ে বলে জানিয়েছেন স্থানীয়রা।
পাশেই দুটি শিক্ষা প্রতিষ্ঠান থাকায় চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থীরা। পোলট্রি বর্জ্যের কারণে শ্বাস-প্রশ্বাসে কষ্ট হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা। খামার থেকে কিছু দুর্গন্ধ ছড়াবেই বলে জানান এর মালিক ফেরদৌস আলম।
উপজেলার বিন্দুবাড়ী গ্রামের কয়েকশো বছরের পুরাতন “কাটা” খালের প্রায় উপরে এ খামারটি এখন পরিবেশ দুষণের কারখানা। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে নির্মূল বায়ু পেতে চান এলাকাবাসী।
সমস্যার সমাধান চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করার কথা জানান স্থানীয় বিন্দুবাড়ী জি এ সিনিয়র মাদ্রাসার সুপার তোফাজ্জল হোসেন।
এ ব্যপারে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।
Leave a reply