হরিয়ানায় নামাজ পড়ার জন্য গুরুদুয়ারা খুলে দিলেন শিখ নেতারা

|

জুমার নামাজ আদায়ের জন্য গুরুদুয়ারার প্রাঙ্গন খুলে দিয়েছেন গুরুগ্রামের শিখ নেতারা।

ভারতের হরিয়ানার গুরুগ্রামে মুসলমানদের নামাজ পড়ার জন্য গুরুদুয়ারার দরজা খুলে দিয়েছেন স্থানীয় শিখরা। গুরুগ্রামের সেক্টর ১২ এলাকায় মসজিদ দখল করে নামাজ পড়ায় বাধা দেয়ার অভিযোগ উঠছিলো কিছু হিন্দু সংগঠনের বিরুদ্ধে। এ ঘটনার পর গুরুগ্রামের সদর বাজারের গুরুদুয়ারা অ‍্যাসোসিয়েশন মুসলিমদের শুক্রবারে জুমার নামাজের জন্য গুরুদুয়ারার প্রাঙ্গন ব‍্যবহার করতে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

গুরুগ্রামের গুরু সিং সভার প্রেসিডেন্ট শেরদিল সিং সিধু জানিয়েছেন, এটা গুরুর ঘর। সকল সম্প্রদায়ের জন্য এর দরজা খোলা। এখানে কোনো বৈষম্য নেই, ধর্ম কোনো রাজনীতি করা উচিত নয়। জুমার নামাজ পড়তে চান এমন সকল মুসলিম ভাইদের জন্য গুরুদুয়ারার বেসমেন্ট খুলে দেয়া হচ্ছে।

শেরদিল সিং সিধু আরও বলেন, যদি কোথাও ফাঁকা জায়গা থাকে, তাহলে মুসলমানদের সেখানে নামাজ পড়ার অনুমতি দেয়া উচিত। এই ধরণের ছোটখাটো বিষয় নিয়ে আমাদের লড়াই করা উচিত নয়। যারা খোলা জায়গায় নামাজ পড়ছিলেন তারা প্রশাসনের অনুমতি নিয়েছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply