স্ত্রী হাসিনের করা অভিযোগ থেকে রেহাই পাওয়ার পর পেসার শামির সাথে কেন্দ্রীয় চুক্তি নবায়ণ করেছে ভারতের ক্রিকেট বোর্ড।
শামির বিরুদ্ধে স্ত্রী হাসিন জাহান দুর্নীতি, অসৎচরিত্র, এবং স্ত্রী নির্যাতনের অভিযোগ করায় তার সাথে এর আগে কেন্দ্রীয় চুক্তি করেনি বোর্ড। তবে শামি এর সবই অস্বীকার করেছেন।
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) জানিয়েছে, উত্থাপিত দুর্নীতির অভিযোগ তদন্ত করে বোর্ড তাকে এ থেকে রেহাই দিয়েছে।
বিসিসিআই-এর সঙ্গে কেন্দ্রীয় চুক্তি নবায়ণের ফলে বছরে তিন কোটি রূপি পাবেন শামি।
পাশাপাশি আগামী এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়াম লিগে (আইপিএল) তিনি দিল্লি ডেয়ারডেভিলসের পক্ষেও খেলতে পারবেন।
তবে চুক্তি নবায়ণের বিষয়টি ঘোষণা দেওয়ার সময় অন্যান্য অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি বিসিসিআই।
বিসিসিআই-এর তদারক কমিটির চেয়ারম্যান বিনোদ রায় বলেন, “একদিক থেকে বলতে পারেন, এটি ব্যক্তিগত বিষয়। কিন্তু যে কেউ আঙ্গুল তুলে বলতে পারে, বিষয়গুলো অরুচিকর এবং এরপরও আপনারা তাকে পুরস্কৃত করছেন।”
হাসিন জানানের অভিযোগে পরিপ্রেক্ষিতে পুলিশ ইতিমধ্যে শামির বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ গঠন করেছে।
পুলিশ জানিয়েছে, ২৭ বছর বয়সী পেসারে বিরুদ্ধে হত্যাচেষ্টা, বিষ প্রয়োগ, এবং ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগও গঠন করা হয়েছে।
যমুনা অনলাইন: এফএইচ
Leave a reply