পাকিস্তানের সাড়া জাগানো ক্রিকেটার গতিদানব শোয়েব আখতার ৪২ বছর বয়সে মারা গেছেন, এমন খবর মুহূর্তেই ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে।
কীভাবে ছড়ালো এমন একটি স্পর্শকাতর খবর?
আশান কামাল পাশা নামে এক পাকিস্তানি মঙ্গলবার ফেসবুকে পোস্ট করেন, দুঃসংবাদ। একটি ফলের দোকানের সামনে আজ সকালে শোয়েব আখতার (রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস) মারা যান। বয়স হয়েছিল ৪২ বছর।
পোস্টটি ভাইরাল হয়ে শোয়েব আখতার অবধি পৌঁছেছিল। নিজের মৃত্যুর এই খবরকে গুজব বলেই শুধু উড়িয়ে দেননি, করেছেন রসিকতাও।
টুইটে শোয়েব লিখেছেন, প্রতিদিন ওই ফলের দোকানের কাছ দিয়ে আমি যাতায়াত করি। এটি কি জোকস ছিল! দারুণ চেষ্টা করেছেন ভাই।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০১১ সালে অবসর নিয়েছিলেন পাকিস্তানের অন্যতম সেরা ফাস্ট বোলার শোয়েব আখতার।
শুধু শোয়েব নয়, আরেক পাকিস্তানি ক্রিকেটার উমর আকমলের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। তখন তাকেও টুইট বলতে হয়েছিল, তিনি বেঁচে আছেন।
যমুনা অনলাইন: এফএইচ
Leave a reply