নিখোঁজ চীনা টেনিস তারকার ভিডিও নিয়ে আলোচনা

|

নিখোঁজ টেনিস তারকা পেং শুয়াইয়ের একাধিক ভিডিও প্রকাশ করেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমস। রোববার (২১ নভেম্বর) সকালের ফুটেজ বলে দাবি করা ভিডিওতে একটি টুর্নামেন্টে খেলোয়াড় ও কর্মকর্তাদের সাথে দাঁড়িয়ে থাকতে দেখা যায় পেংকে।

এর আগে শনিবার (২০ নভেম্বর) প্রকাশিত অপর এক ভিডিওতে দেখা যায় কোচের সাথে একটি রেস্টুরেন্টে খাবার খাচ্ছেন পেং। তবে ভিডিওগুলো নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন উইমেনস টেনিস অ্যাসোসিয়েশনের প্রধান। তিনি বলেন, এসব ভিডিওর সময় নিয়ে নিশ্চিত হওয়ার সুযোগ নেই। তাই পেং সুস্থ ও নিরাপদে আছেন বলে প্রমাণিত হয় না এতে।

গত ২ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে চীনের সাবেক উপ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনার পর থেকে আর জনসমক্ষে দেখা যায়নি পেংকে। জোড়া গ্র্যান্ডস্ল্যাম বিজয়ী ডবলসের সাবেক এক নম্বর তারকার নিখোঁজের ঘটনায় শনিবার উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অ্যাথলেট কমিশন ও উইম্বলডন কর্তৃপক্ষ।

নিখোঁজ হওয়ার পর থেকেই গুঞ্জন উঠেছিল, ক্ষমতাসীন কম্যুনিস্ট নেতার দিকে আঙুল তোলায়ই নিখোঁজ হয়েছেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply