ষ্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৮ সালের ডিসেম্বর মাসের নির্বাচন হবে ৭০ এর নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ। আর এই নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছক্কা মারবেন। তিনি আরো বলেন, দেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে তাতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগ সরকারকেই নির্বাচিত করবে। শুক্রবার সকালে উল্লাপাড়া আকবর আলী সরকারি কলেজ মাঠে স্থানীয় স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
সংসদ সদস্য তানভীর ইমামের সভাপতিত্বে এ জনসভায় আরও বক্তব্য রাখেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক ডা: হাবিবে মিল্লাত মুন্না এমপি,সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না প্রমুখ।
Leave a reply