কারাগারে জায়গা নেই, তাই ৩ হাজার বন্দিকে মুক্তি

|

hands of a prisoner on prison bars

কারাগারে স্থান সংকুলান না হওয়ায় জিম্বাবুয়েতে ৩ হাজার বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া।

বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এ ক্ষমার আওতায় শুধু যাবজ্জীবন দণ্ডিত ছাড়া বাকি সব নারী বন্দি মুক্তি পাবেন। এছাড়া বিভিন্ন মেয়াদে যেসব প্রতিবন্ধী ও কিশোর কয়েদী আছে তাদেরকেও মুক্তি দেয়া হবে।

আর ৬০ বছরের বেশি যেসব বন্দি বড় কোনো ধরনের রোগে আক্রান্ত আছেন তাদেরকেও ছেড়ে দেয়া হবে। জিম্বাবুয়ের বিভিন্ন কারাগারে এখন ২০ হাজারের মতো বন্দি আছেন। উপরের বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ৩ হাজার জন পড়েন। তাদের মুক্তির পর দেশটিতে দণ্ডিত বন্দিদের সংখ্যা ১৭ হাজারে নামবে।

প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া

প্রেসিডেন্টের আদেশে আরও বলা হয়, মৃত্যুদণ্ডে দণ্ডিত যেসব বন্দি ১০ বছর ধরে জেলে আছেন তাদের ফাঁসি কার্যকর করা হবে না। তবে যাবজ্জীবন জেলে কাটাতে হবে। দেশটিতে সর্বশেষ ২০০৫ সালে ফাঁসি কার্যকর করা হয়েছিল। বর্তমান প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া মৃত্যুদণ্ডের ঘোর বিরোধী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply