নাট্যকার ও পরিচালক গাজী রাকায়েতের ফেসবুক আইডি থেকে যৌন হয়রানির অভিযোগে রাজধানীর শ্যামপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারী। গতকাল বৃহস্পতিবার তিনি মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ‘গত ২ ফেব্রুয়ারি রাত ৩টা মিনিট নাগাদ গাজী রাকায়েত কুটু নামের ফেসবুক আইডি থেকে আমার মেসেঞ্জারে কথা বলার সময় বিভিন্ন অশ্লীল, অনৈতিক এবং ধর্মীয় অনুভূতি পরিপন্থী বিভিন্ন ইঙ্গিতপূর্ণ প্রস্তাব দিলে আমি সেসব আলাপ বন্ধ করার অনুরোধ করি। কিন্তু তিনি তা না করে জঘন্য রকমের যৌন উত্তেজক কথা বলে আমায় প্রলুব্ধ করার চেষ্টা করেন এবং উত্যক্ত করেন।’
অভিযোগকারী আরও বলেন, বিভিন্ন পক্ষ বিষয়টির মীমাংসার চেষ্টা করে সফল না হওয়ায় তিনি আইনের আশ্রয় নিচ্ছেন।
গত কয়েকদিন ধরে বিষয়টি সামাজিক মাধ্যমে আলোচিত হচ্ছিল। অভিযোগকারী নারী ইনবক্সের আলাপের স্ক্রিনশট ফেসবুকে প্রকাশ করে। এর জেরে ওই নারীর বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করেন গাজী রাকায়েত।
গত ১৬ মার্চ রাজধানীর আদাবর থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলার এজাহারে গাজী রাকায়েত অভিযোগ করেছেন, ‘গত ৯ মার্চ দুপুরে এক তরুণী ফেসবুকে তার বিরুদ্ধে অশ্লীল, ইঙ্গিতপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত কয়েকটি কথোপকথনের সংলাপ ছবি আকারে প্রকাশ করে।’
এজাহারে গাজী রাকায়েত বলেন, ‘আমি পেশায় একজন শিল্পী, চলচ্চিত্র নির্মাতা এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত। এই সংলাপের ছবি সম্বলিত অ্যালবাম অত্যন্ত সুপরিকল্পিতভাবে আমার অর্জিত সম্মানকে বিনষ্ট করার লক্ষ্যে প্রকাশ করা হয়েছে। এটি সুস্পষ্টভাবে প্রমাণিত। এছাড়া এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের সামগ্রিক সাংস্কৃতিক অঙ্গনের ভাবমূর্তির জন্য হুমকিস্বরূপ।’
Leave a reply