মারামারিতে পণ্ড মার্সেই ও লিওর ম্যাচ

|

পায়েটের দিকে পানির বোতল ছুঁড়ে মারেন লিওর একজন সমর্থক। ছবি: সংগৃহীত

মারামারির কারণে পণ্ড হয়েছে ফরাসি লিগ ওয়ানের অলিম্পিক মার্সেই বনাম অলিম্পিক লিওর ম্যাচ। গত ২১ নভেম্বর অলিম্পিক লিওর মাঠ গ্রুপামা স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন মার্সেইয়ের মিডফিল্ডার ডিমিত্রি পায়েটের দিকে বোতল ছুঁড়ে মারা হলে সৃষ্ট হট্টগোলে ম্যাচটি স্থগিত করা হয়।

ম্যাচের মাত্র ৫ মিনিটের খেলা হবার পর মার্সেইয়ের মিডফিল্ডার ডিমিত্রি পায়েট একটি কর্নার নিতে এগিয়ে এলে লিওর একজন সমর্থক তার দিকে বোতল ছুঁড়ে মারেন, যা গিয়ে লাগে পায়েটের মুখে। বোতলটি লাগার সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান পায়েট এবং এক পর্যায়ে তাকে ঘিরে ধরেন লিও এবং মার্সেইয়ের খেলোয়াড়েরা।

মাঠেই কনকাশন পরীক্ষা করার পর রেফারি খেলোয়াড়দের ড্রেসিংরুমে চলে যেতে বলেন। কিছুক্ষণ পর লিওর খেলোয়াড়েরা অনুশীলন করতে মাঠে নামলেও নিরাপত্তাজনিত উদ্বিগ্নতার কারণে ড্রেসিংরুমেই থেকে যান মার্সেইয়ের খেলোয়াড়েরা। পরবর্তীতে, ম্যাচটি স্থগিতের ঘোষণা দেন ম্যাচ অফিসিয়ালরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply