নরসিংদীতে শতাধিক নেতাকর্মীসহ খায়রুল কবির খোকন অবরুদ্ধ

|

নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে শতাধিক দলীয় নেতাকর্মীসহ বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন অবরুদ্ধ রয়েছেন। চারদিক থেকে কার্যালয়টি ঘিরে রেখেছে পুলিশ। কয়েকজন নেতা- কর্মীকে আটকের খবর পাওয়া গেছে ।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশের বাইরে উন্নত চিকিৎসার সুযোগ দানের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (২২ নভেম্বর) বিকেলে জেলা বিএনপি তাদের চিনিশপুর দলীয় কার্যালয়ে দোয়া মোনাজাত ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এতে দলীয় শতাধিক নেতাকর্মীরা অংশ নেয়। পরে পুলিশ গিয়ে কার্যলায়টি ঘেরাও করে নেতাকর্মীদের অবরুদ্ধ করে রাখে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপি সভাপতি খায়রুল কবির খোকন জানান, কোনো কারণ ছাড়াই পুলিশ তাদের অবরুদ্ধ করে রেখেছে। সেই সাথে তারা ৪ জন নেতা-কর্মীকেও আটক করেছে। গ্রেফতারের ভয়ে তারা কার্যালয় থেকে বের হতে পারছেন না।

এদিকে বিএনপির নেতাকর্মীদের অবরুদ্ধের বিষয়ে জানতে চাইলে পুলিশের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএনপি কার্যালয়ের আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply