মেয়র জাহাঙ্গীরকে বহিষ্কারের ঘটনায় অনিশ্চয়তায় পড়েছে গাজীপুরবাসী। সিটি করপোরেশনে উন্নতির আট বছর পরও শহরের ছোঁয়া লাগেনি গাজীপুরের বহু এলাকায়। নেই চলাচলের সড়ক, সুপেয় পানির ব্যবস্থা, ড্রেনেজ কিংবা বর্জ্য ব্যবস্থাপনা। প্রথম মেয়র বেশিরভাগ সময় ছিলেন কারাগারে, পরের মেয়রও পদ হারানোর শঙ্কায়। উন্নয়নের স্বার্থে রাজনীতির আধিপত্যমুক্ত স্থানীয় সরকার ব্যবস্থার পরামর্শ বিশ্লেষকদের।
গাজীপুর সিটি করপোরেশন হয় ২০১৩ সালে। এতদিনেও গড়ে ওঠেনি সুপেয় পানির ব্যবস্থা। নিজ নিজ পাম্প বসিয়ে পানির ব্যবস্থা করছেন বাড়িওয়ালারা। মহাসড়কের বাইরে ড্রেনেজ ব্যবস্থার চিহ্নও নেই। বর্জ্য ব্যবস্থাপনা বলতে সপ্তাহে একদিন লোক আসে ময়লা নিতে। রাস্তার পাশে পড়ে থাকা ময়লার দুর্গন্ধে সড়কে চলা দায়।
প্রথম মেয়র বিএনপি নেতা আব্দুল মান্নানের পাঁচ বছর মেয়াদের বেশিটাই কেটেছে কারাগারে। ২০১৮ সালে আওয়ামী লীগের প্রতীকে নির্বাচিত হন জাহাঙ্গীর আলম। অনেকেই ধরে নিয়েছেন তার বিদায় এখন সময়ের ব্যাপার। গাজীপুর জেলা সুজনের সাবেক সভাপতি অধ্যাপক মুকুল কুমারের মতে, স্থানীয় সরকারে রাজনীতির আধিপত্য তৃণমূলের উন্নয়নে বাধা হয়ে দাঁড়ায়।
প্রসঙ্গত, শুক্রবার দল থেকে বহিস্কার করার পর শনিবার ও রোববার সিটি করপোরেশন অফিসে যাননি জাহাঙ্গীর আলম।
Leave a reply