সিলেটে আবাসিক এলাকায় গড়ে উঠা ৭ প্লাস্টিক কারখানা সিলগালা

|

সিলেটে অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন টায়ার রিপেয়ারিং ও প্লাস্টিক কারখানার বিরুদ্ধে অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর।

দুপুরে মহানগরীর কদমতলী আর লাউয়াই আবাসিক এলাকায় এ ধরনের ৭টি কারখানা চিহ্নিত করে সেগুলো সিলগালা করে দেয় ভ্রাম্যমান আদালত। সেইসঙ্গে কারখানা মালিকদের করা হয় প্রায় ৪ লাখ টাকা জরিমানা। কারখানাগুলো বন্ধ করে ১ মাসের মধ্যে স্থাপনা সরিয়ে ফেলার নির্দেশও দেয়া হয়।

পরিবেশ অধিদপ্তর বলছে, পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং জনস্বাস্থ্য বিবেচনায় এসব অভিযান নিয়মিতই চলবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদফতর সিলেটের পরিচালক এমরান হোসেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply