গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের শাস্তির দাবিতে রাজবাড়ীতে সংবাদ সম্মেলন

|

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম। ফাইল ছবি।

রাজবাড়ী প্রতিনিধি:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কুটক্তিমূলক বক্ত‌ব্যের প্রতিবাদে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের শাস্তির দাবিতে রাজবাড়ীতে সংবাদ সম্মেলন করেছে মানবিক বাংলাদেশ সোসাইটি।

বুধবার (২৪ নভেম্বর) দুপুর আড়াইটার দি‌কে মানবিক বাংলাদেশ সোসাইটির রাজবাড়ী পৌর শাখার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে এ সংবাদ সম্মেলন অনু‌ষ্ঠিত হয়। স‌ম্মেল‌নে লি‌খিত বক্তব্য পাঠ ক‌রেন মানবিক বাংলাদেশ সোসাইটি রাজবাড়ী পৌর শাখার সভাপতি শশী আক্তার।

তি‌নি ব‌লেন, গাজীপু‌রের মেয়র জাহাঙ্গীর আলম জা‌তির জনক বঙ্গবন্ধু‌ শেখ মু‌জিবুর রহমান‌কে নি‌য়ে কুট‌ক্তিমূলক বক্তব্য ফেসবু‌কে ভাইরাল হওয়ায় মান‌বিক সোসাই‌টি রাজবাড়ী পৌর শাখা ক্ষো‌ভে ফুঁসে উ‌ঠেন। এ উস্কা‌নিমূলক বক্তব্য তারা মান‌তে পার‌ছেন না। ফ‌লে তারা সংবা‌দ স‌ম্মেল‌নের মাধ্যমে মেয়র জাহাঙ্গী‌রের সর্বোচ্চ শাস্তির দা‌বি জানান।

উ‌ল্লেখ্য, গতকাল ২৩ ন‌ভেম্বর দুপু‌রে মানবিক বাংলাদেশ সোসাইটির রাজবাড়ী পৌর শাখার সভাপতি শশী আক্তার রাজবাড়ী‌র ১নং আমলী ‌আদালতে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের বিরু‌দ্ধে মামলা দা‌য়ের ক‌রেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply