সুইসাইডাল স্যাটেলাইট: উল্কাপিণ্ড রুখতে নাসার নতুন উদ্যোগ

|

গ্রহাণু ও উল্কা ঠেকাতে প্রথমবারের মত স্যাটেলাইট নিক্ষেপ করেছে নাসা।

পৃথিবীর দিকে ধেয়ে আসা উল্কাপিণ্ডকে তার গতিপথ থেকে সরিয়ে দিতে নতুন এক প্রযুক্তির পরীক্ষামূলক কার্যক্রম শুরু করছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা)। শুনতে সায়েন্স ফিকশনের মতো লাগলেও নাসা আসলেই এমন আত্মঘাতী স্যাটেলাইট নিক্ষেপের প্রস্ততিই নিচ্ছে বলে জানা গেছে। খবর আল জাজিরার।

এ উদ্দেশ্যে আজ বুধবার (২৪ নভেম্বর) ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ মহাকাশ ঘাঁটি থেকে নাসা একটি ফ্যালকন ৯ রকেট ইতোমধ্যেই পাঠিয়েছে। জানা গেছে, এবারের মিশনের মূল পরীক্ষাটি চালানো হবে ডাইমর্ফোস নামক একটি গ্রহাণুর ওপর, যা আয়তন ও উচ্চতায় প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারের চেয়েও দ্বিগুন উচ্চতার (৭৮০ মিটার)। 

এক বিবৃতিতে নাসা জানায়, মহাকাশযানটি উল্কাপিণ্ডটিতে আঘাত হানার পর তার কক্ষপথ এবং গতিবেগে কোনো পরিবর্তন হলো কিনা সেটি পর্যবেক্ষণ করতেই এবারের মিশন। নাসা আরও জানিয়েছে, কমপক্ষে ১৬০ মিটার দীর্ঘ কোনো উল্কাপিণ্ড ভূপৃষ্ঠে আঘাত হানলেও তা একটি পারমাণবিক বোমার চাইতেও কয়েকগুণ বেশি ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply