জার্মানির মিউনিখে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফেলা একটি বোমা বিস্ফোরণে ৪ জন আহত হয়েছেন। আহত ৪ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। খবর গার্ডিয়ানের।
গতকাল মঙ্গলবার (৩০ নভেম্বর) জার্মানির মিউনিখ শহরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, মিউনিখ শহরতলীর একটি ট্রেন স্টেশনের সংস্কার কাজের অংশ হিসেবে ড্রিলিং করার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। মিউনিখ পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পর ওই এলাকা ক্রাইম সিন প্রোটেকশন টেপ দিয়ে ঘিরে রাখা হয়েছে। আপাতত বাতিল করা হয়েছে ওই স্টেশন থেকে সকল ট্রেনের শিডিউল। তদন্ত ও নমুনা সংগ্রহ চলছে, পুলিশের কাজ শেষ হলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
গার্ডিয়ান জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭৬ বছর পরেও জার্মানিতে প্রতিবছর ২ হাজার টনের বেশি সক্রিয় বোমা ও যুদ্ধোপকরণ আবিষ্কার হয়। আর দেশটির সরকারি কর্মকর্তাদের ভাষ্যমতে ২য় বিশ্বযুদ্ধে মিত্রশক্তি কর্তৃক জার্মানিতে ফেলা বোমার ১৫ শতাংশই বিস্ফোরিত হয়নি।
উল্লেখ্য, ১৯৩৯ সালে শুরু হওয়া ২য় বিশ্বযুদ্ধে মিত্রশক্তি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সম্মিলিতভাবে সমগ্র জার্মানিতে মোট ১৫ লক্ষ টন বোমা ফেলেছিলো। এতে নিহত হয়েছিলেন অন্তত ৬ লক্ষ সাধারণ জার্মান নাগরিক।
/এসএইচ
Leave a reply