ডেল্টাকে ছাড়িয়ে যেতে পারে ওমিক্রন, আশঙ্কা বিশেষজ্ঞদের

|

ছবি: সংগৃহীত।

সংক্রমণের হারে ডেল্টাকে ছাড়িয়ে যেতে পারে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য বিশেষজ্ঞরা এমনই আশঙ্কা প্রকাশ করেছেন। রয়টার্সকে দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজেস (এনআইসিডি)’র কর্মকর্তা আদ্রিয়ান পুরেন বলেন, সংক্রমণে ডেল্টাকে অতিক্রম করবে কোন রূপ, সেই প্রশ্নটাই অনেকদিন ধরেই ঘুরপাক খাচ্ছিল। হতে পারে ওমিক্রনই ডেল্টার জায়গাটা নেবে।

বিশ্বে করোনাভাইরাসের কয়েক হাজার ধরন রয়েছে। এ ভাইরাস সব সময় রূপান্তরিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় নতুন ধরন আসাটা স্বাভাবিক মনে করছেন বিজ্ঞানীরা। করোনার ডেল্টা ধরনকে শুরুতে ‘ভারতীয় ধরন’ বলা হতো। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনার এ ধরনের নাম দেয় ডেল্টা। করোনার এই ধরনে ভারতে লাখ মানুষ আক্রান্ত হয়। মৃত্যু হয় হাজার মানুষের।

আরও পড়ুন: ওমিক্রন আতঙ্কে ঝুঁকিপূর্ণ দেশসমূহের তালিকা প্রকাশ করল ভারত

সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। সৌদি আরবসহ এখন পর্যন্ত ২৩ টি দেশে ছড়িয়েছে মহামারি করোনার এই ধরন।

ওমিক্রণ ধরনের বিষয়ে দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য বিশেষজ্ঞ আদ্রিয়ান পুরেন জানিয়েছেন, ওমিক্রন ডেল্টার জায়গা নিতে চলেছে, এত তাড়াতাড়ি সেই বিষয়টি বলা উচিত হবে না। তবে দক্ষিণ আফ্রিকার গৌতেং প্রদেশে যে সংক্রমণের যে লক্ষণ দেখা যাচ্ছে, তাতে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply